হুয়েস্কার সঙ্গেও ফাইনালের মতো গুরুত্ব দিয়ে খেলেছে রিয়াল

লা লিগায় আগের দিন হুয়েস্কাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। শুরুতে গোছাতে না পারলেও প্রথম গোল পাওয়ার পর থেকেই অসাধারণ খেলতে থাকে দলটি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও তাদের বিপক্ষে ফাইনাল ম্যাচ ভেবেই শিষ্যদের খেলতে বলেছিলেন কোচ জিনেদিন জিদান। আর শিষ্যরাও মেনেছেন গুরুর কথা।
zinedine zidane
ছবি: রয়টার্স

লা লিগায় আগের দিন হুয়েস্কাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। শুরুতে গোছাতে না পারলেও প্রথম গোল পাওয়ার পর থেকেই অসাধারণ খেলতে থাকে দলটি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও তাদের বিপক্ষে ফাইনাল ম্যাচ ভেবেই শিষ্যদের খেলতে বলেছিলেন কোচ জিনেদিন জিদান। আর শিষ্যরাও মেনেছেন গুরুর কথা।

'আমি জিতে সন্তুষ্ট। আমি বলেছিলাম এটা ফাইনাল এবং তিনটি পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটি নিখুঁত ছিল না তবে আমরা চারটি গোল করতে সক্ষম হয়েছি। সবসময় কথা হয় যে আমরা স্কোর করতে পারি না, আমরা ভালো খেলি না... পরিস্থিতিটা কিছুটা অদ্ভুত। আমাদের মধ্যে প্রচুর শক্তি প্রয়োজন কারণ বাইরের কোনো কিছু সাহায্য করে না।' - ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন জিদান।

আগের দিন ইনজুরি থেকে ফিরে ছন্দে ফেরার আভাস দিয়েছেন এডেন হ্যাজার্ড। দিয়েছেন অসাধারণ এক গোল। আর তাতে দারুণ খুশি এ ফরাসি কোচ, 'হ্যাজার্ডের খেলায় আমি খুশি। অন্য দিন সে ২০ মিনিট খেলে এবং আজ শুরু থেকে খেলেছে। আমরা তার মান সম্পর্কে জানি এবং সে ভালো একটি গোল করেছে। মাঠে আপনি খেলোয়াড়দের মধ্যে সমন্বয় দেখতে পারেন। হ্যাজার্ড বাঁয়ে খেলে এবং ভিনিসিয়ুসের পছন্দের অবস্থানটিও বাম দিকে, আমরা দেখব কীভাবে এটা করা যায়।'

দারুণ খেলেছেন তরুণ তারকা ফেদ ভালভার্দেও। নিজে গোল করেছেন, করিয়েছেনও। তবে এ সব দেখে অবাক হননি জিদান, 'আমরা এতে অবাক হই না। সে যায় চায় তা সে নিয়মিতই করে আসছে এবং সে এসবের প্রাপ্য। তার অনেক উপায় আছে এবং সে তা দেখায়। আমি তার গোলের জন্য খুব খুশি, কারণ এটা তার মূল কাজ নয় যা সে করে আসছে। উন্নতি করা গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago