‘আমি আর নিউজ করবো না ভাই’
চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে আজ সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারের পর মাঝে মাঝে ভুল বকছিলেন গোলাম সরোয়ার। তিনি আর্তনাদ করে বলছিলেন, ‘আমি আর নিউজ করবো না ভাই প্লিজ… আমি আর নিউজ করবো না ভাই...।’
নোবেল চাকমা বলেন, ‘আজ সন্ধ্যায় কুমির ঘাট এলাকায় নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে অজ্ঞান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শামসুল ইসলাম জানান, স্থানীয়রা ওই এলাকার একটি খালে গোলাম সরোয়ারকে দেখতে পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর পাঠান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরোয়ার। পরে সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
আরও পড়ুন:
Comments