প্রবারণা উৎসবের ফানুসে কুয়াকাটায় বর্ণীল রাতের আকাশ
বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসব শনিবার সন্ধ্যা থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে শুরু হয়েছে। এ উৎসবে রং-বেরংয়ের ফানুসে সৈকতের আকাশ হয়ে উঠেছে বর্ণীল। উৎসবকে ঘিরে রাখাইন পল্লী ও বৌদ্ধ বিহারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ।
কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পল্লীর লোকজন শনিবার সন্ধ্যায় শত শত ফানুস উড়িয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করেন। বৌদ্ধ বিহারগুলোতে করা হয়েছে আলোক সজ্জা। উৎসব শেষ হবে সোমবার।
আয়োজক কমিটির অন্যতম তেননান রাখাইন বলেন, প্রবারণা শব্দের অর্থ আত্মনিবেদন। আর ফানুস শব্দের অর্থ আকাশবাতি। প্রবারণা পূর্ণিমার রাতে ফানুস উড়িয়ে গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়া হয়।
উৎসব ঘিরে রাখাইন পল্লীর প্রতি ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে ধর্মীয় নাচ-গান, বয়ান ও আতশবাজি। বৌদ্ধ বিহারগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। সব ধর্মের মানুষকেই পরম আতিথেয়তায় ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে।
বিশ্বাস করা হয়, এই পূর্ণিমায় গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয়ে কার্তিকের এই পূর্ণিমাতে শেষ হয়। এ সময় বিহারগুলোতে তিন দিন গৌতম বুদ্ধের স্মরণে নানা অনুষ্ঠান আয়োজন ও রাতে আকাশ আলোকিত করে ফানুস উড়ানো হয়।
Comments