‘এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে জয়ী ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের’
আগামীকালের নির্বাচনে ‘এগিয়ে থাকার’ আভাষ পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার নিউজ পোর্টাল অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ট্রাম্প তার ঘনিষ্টজনদের বলেছেন— মঙ্গলবার রাতে যদি ‘এগিয়ে থাকার’ আভাষ পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন।
ট্রাম্পের এ মন্তব্য শুনেছেন এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাজ্য আগামী ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরের পর। এমন পরিস্থিতিতে নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন লেগে যেতে পারে।
কিন্তু, ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা দিতে।
গতকাল রোববার ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার গণমাধ্যমকে বলেন, যদি ভোটের পর ফল পাল্টে যাওয়ার আভাষ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ডেমোক্রেটরা নির্বাচনের ফল ‘চুরি’ করেছে।
আরও পড়ুন:
Comments