আমি ডুবে গেছি পদ্মের ভেতর: ভাবনা

ভাবনা সম্প্রতি অনিমেষ আইচ পরিচালিত ‘মুখ আসমান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। করোনাকালে একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালবাসা পেয়েছেন এই অভিনেত্রী।
আশনা হাবিব ভাবনা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

ভাবনা সম্প্রতি অনিমেষ আইচ পরিচালিত ‘মুখ আসমান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। করোনাকালে একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালবাসা পেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে নুরুল আলম আতিক পরিচালিত সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিং করছেন। টাঙ্গাইলে চলছে ছবিটির শুটিং। ভাবনা অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর আগে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

আশনা হাবিব ভাবনা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লাল মোরগের ঝুঁটি সিনেমার “পদ্ম” চরিত্র থেকে বের হতে পারছি না। এ কারণে অনেকগুলো নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। তিন মাস ধরে চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেছি। আমি ডুবে গেছি পদ্মের ভেতর।’

করোনা মহামারির শুরুর দিকে তার আঁকা ছবি চমকে দিয়েছিল অনেককেই। নিজে কবিতা লিখে আবৃত্তি করেছেন। বর্তমানে খুব বেশি আঁকতে দেখা যায় না এই অভিনেত্রীকে।

এই বিষয়গুলো নিয়ে ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘ওই যে, আমার মাথায় এখন “পদ্ম” ছাড়া কিছুই নেই। কিছুতেই বের হতে পারি না এই ঘোর থেকে। মাঝে মাঝে মনে হয় অন্য সবকিছু ভুলেই যাচ্ছি। আর কিছুই করতে পারবো না। অনেকেই বলেছে, মানুষ যেমন সাঁতার কখনো ভোলে না, তুমিও কিছুই ভুলবে না। এটা ভেবে স্বস্তিতে আছি।’

সাম্প্রতিক বিভিন্ন নারী বিষয়ক ইস্যু নিয়ে এক প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, ‘আমরা নারীরা যেদিন নারীদের নিয়ে নেগেটিভ কথা বলা বন্ধ করব, সেদিন আমরা একত্রে এই বাঁধার প্রথা ভেঙ্গে দিতে পারব। পোশাক নিয়ে কথা শুনেছি, শুনছি, হয়ত আরও শুনব। তবে জীবনের তো কোনো ড্রেসকোড থাকে না। নারী বিষয়ে শুধু ফেসবুকে লিখলে কী হয়? আমারও মাঝে মাঝে মনে হয় যাদের কাজ থাকে না তারাই বেশি বেশি ফেসবুকে এইসব লিখে। আমার নিজেরও যখন কাজ থাকে না, ফেসবুকে বিভিন্ন বিষয়ে লিখি। নিজের জীবন থেকে বলছি কথাগুলো।’

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

28m ago