মালয়েশিয়া প্রবাসীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থানরত মালয়েশিয়া প্রবাসীরা। ছবি: রাশিদুল হাসান

ভিসার মেয়াদ বৃদ্ধি ও মালয়েশিয়ায় ফেরার দাবি নিয়ে কয়েক হাজার প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

গতকাল রোববার রাত থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। আজ সোমবার সকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন।

প্রবাসীরা প্রেসক্লাবের সামনের একটি রাস্তা অবরোধ করে রাখায় সেখানে যান চলাচল বন্ধ থাকে।

অবস্থানরত প্রবাসীরা জানান, করোনা মহামারির আগে ছুটিতে দেশে ফিরে আসেন তারা। কিন্তু, ফ্লাইট বন্ধ থাকায় আর ফিরে যেতে পারেননি। তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যে বেশিরভাগ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

অবস্থানকারীদের মধ্যে একজন নুরন্নবী। গতমাসেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তার। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘গত ২৯ ফেব্রুয়ারি আমি ছুটিতে দেশে ফিরেছি। এখন পর্যন্ত আর যেতে পারিনি। আট মাস ধরে আমার কোনো কাজ নেই, কোনো আয়ও নেই। এভাবে আর কিছুদিন থাকলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আবার আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।’

একই রকম মন্তব্য করেন সেখানে উপস্থিত আরও কয়েকজন প্রবাসী।

আজ সকাল ১১টার দিকে আন্দোলনরত প্রবাসীদের পাঁচ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাউথ-ইস্ট এশিয়া) এম জে এইচ জাবেদ। করোনা পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশিকে ঢুকতে দেবে না। সেদেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের অপেক্ষা করতে বলেন তিনি।

মালয়েশিয়া সরকার করোনাভাইরাস মহামারির কারণে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিলে এই প্রবাসীদের ফিরে যেতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি কর্মীদের সেদেশে যাওয়ার ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে দেওয়া নিষেধাজ্ঞা উঠে গেলে এই কর্মীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে পুনরায় ভিসা নিতে পারবেন। সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার নেবে।’

দুপুর দেড়টার দিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় ভিসা দেওয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেই সঙ্গে, দেশে দীর্ঘদিন কর্ম থাকার ফলে যারা অর্থ কষ্টে রয়েছেন তাদের আর্থিক সহযোগিতার বিষয়টি নিয়েও তিনি কাজ করবেন বলে জানান।

তার আশ্বাসে অবস্থানরত প্রবাসীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

45m ago