হোয়াইট হাউসে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের রাতে হোয়াইট হাউসে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচনের রাতে উৎসবের আয়োজন করা হচ্ছে।
সেই আয়োজনে ৪০০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, এই অনুষ্ঠান প্রথমে ওয়াশিংটন ডিসির ট্রাম্প হোটেলে আয়োজন করার কথা থাকলেও সেখান থেকে তা সরিয়ে নেওয়া হয়। করোনা মহামারির কারণে সেখানে এক সঙ্গে ৫০ জনের বেশি জনসমাগম নিষেধ থাকায় সিদ্ধান্তের এই পরিবর্তন আসে।
আশঙ্কা করা হয়, ট্রাম্প হোটেলে উৎসবের আয়োজন করা হলে ‘করোনা আইন’ ভাঙার দায়ে অভিযুক্ত হতে পারেন প্রেসিডেন্টের সমর্থকরা।
হোয়াইট হাউসে এই ঘরোয়া সমাবেশ আয়োজন কতোটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা, এর আগে সেখানে এক ঘরোয়া অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন সুপ্রিম কোর্টে তার মনোনীত অ্যামি কনি ব্যারেট অনেক কর্মকর্তা ও সিনেটরের মধ্যে করোনা ছড়িয়েছেন।
আরও পড়ুন:
‘নারীদের ভোটেই নির্ধারিত হয় কে যাবেন হোয়াইট হাউসে’
‘এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে জয়ী ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের’
Comments