ডিএনসিসির বিশেষ অভিযান: ৯৪ স্থাপনায় এডিসের লার্ভা, ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনে ১৩ হাজার ৮২৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শনে ৯৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনে ৯৪টি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনে ১৩ হাজার ৮২৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শনে ৯৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  

এ ছাড়া ৮ হাজার ৭১৩টি বাড়ি ও স্থাপনায় জমে থাকা পানিতে কীটনাশক প্রয়োগ করা হয়েছে।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে।

প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে এবং প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করে অভিযান চালানো হচ্ছে। ১০দিনে পুরো ডিএনসিসিতে এ অভিযান সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

আজকের অভিযানে উত্তরায় ১৩৭৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৪টিতে, মিরপুর-২ এ ২৬৩৬টি বাড়ির মধ্যে দুটিতে, মহাখালীর ১৬০৩ টি বাড়ির মধ্যে ৩৯টিতে, মিরপুর-১০ এর ১৪৮৫টি বাড়ির মধ্যে তিনটিতে, কারওয়ান বাজার অঞ্চলে ২৪৭৯টি বাড়ি ও স্থাপনার মধ্যে ১৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়াও হরিরামপুর, দক্ষিণখান, উত্তরখান, ভাটারা ও সাতারকুল এলাকাতেও অভিযান চালানো হয়।

ডিএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেস তৈরি হবে। ডাটাবেস অনুযায়ী পরবর্তীতে মনিটর করা হবে। চলমান চিরুনি অভিযানে চতুর্থ প্রজন্মের কীটনাশক নোভালিউরন প্রয়োগ করা হচ্ছে বলেও জানানো হয়।

চলতি বছর চিরুনি অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৬৮৬টি বাড়ি ও স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। এতে করে ৫৮ লাখ ১৬ হাজার ৮১০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

Comments

The Daily Star  | English
Outcomes of Cop28

The consensus and clashes COP28 brought up

It is almost certain that in the end, some progress would be made on some of the contentious issues, but a decision to act on key areas will most likely be kicked down the road once again.

1h ago