গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্তকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
ধর্ষণের শিকার শিশুটির বাবা ও স্বজনেরা জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুটি শুক্রবার বিকেলে ফুটবল খেলা দেখতে যায়। ওই সময় চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে। রোববার রাতে শ্রীপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানালে পুলিশ ওই রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আসামির পরিবারের সদস্যরা বাড়িতে হামলা চালিয়ে ভয় দেখায় বলেও অভিযোগ করেন তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সোমবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments