পাঁচ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
কোভিড-১৯ মহামারির কারণে ৩০ নভেম্বর পর্যন্ত পাঁচটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ তথ্য জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ম্যানচেস্টার, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়েত ও মদিনা এই পাঁচটি রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হয়েছে।
এর আগে বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে মার্চ মাসে সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ।
জুলাইয়ের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার পর বিমান এ পর্যন্ত লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কলকাতা, দিল্লি, আবুধাবি, দুবাই, দোহা, দাম্মাম, জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে।
Comments