বগুড়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বগুড়ায় অষ্টম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৫টার দিকে তাকে সদরের এরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আমিনুর ইসলাম বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল ভুক্তভোগী এবং তার মা-বাবা থানায় এসে অভিযোগ করে। কিন্তু, তারা অভিযুক্তের সঠিক ঠিকানা জানতো না। তারা একটি মোবাইল নম্বর দিতে পেরেছিল। কিন্তু, সেই নম্বর এক বৃদ্ধের নামে নিবন্ধিত। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী তথ্য প্রযুক্তির ব্যবহার আসামিকে ধরেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর মেয়েটির সঙ্গে অভিযুক্ত আসামির ফোনে পরিচয় হয়। ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে আসামি ভুক্তভোগীকে বাড়ির কাছ থেকে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতও দেখানো হয় তাকে। পরে ভুক্তভোগী তার মা-বাবাকে ঘটনাটি খুলে বলে এবং স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশকে জানায়।
আজ সকালে আসামিকে ভুক্তভোগীর সামনে আনা হলে তিনি আসামিকে সনাক্ত করেন এবং পুলিশ মামলাটি রেকর্ড করে।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘গ্রেপ্তার যুবক প্রাথমিকভাবে পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে।’
ভুক্তভোগী আদালতে তার জবানবন্দি দিয়েছেন এবং আগামীকাল তার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির।
Comments