চট্টগ্রামে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বন্ধুসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এক পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১টার দিকে নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার-লিংক রোডের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে সেই বন্ধুসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৮ বছর বয়সী ওই পোশাক শ্রমিককে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। আগামী তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ফৌজুল আজিম জানান, ভুক্তভোগীর সঙ্গে শফিকুলের বন্ধুত্বের সম্পর্ক ছিলো। তার সূত্র ধরে গতকাল বিকেলে দুজন আনন্দবাজার বেড়িবাঁধ-লিংক রোডে ঘুরতে যান। সন্ধ্যার পর সেখানে রাস্তার পাশের একটি টং ঘরে প্রথমে শফিকুল তাকে ধর্ষণ করে। পরে আরও দুজন অভিযুক্ত শফিকুলের মাধ্যমে তাকে সেখানে ধর্ষণ করে।
ফৌজুল আজিম বলেন, ‘রাত ১টার দিকে সেই এলাকায় আমাদের একটি টহল গাড়ি মেয়েটিকে একা একা হাঁটতে দেখে জিজ্ঞেস করলে পুলিশকে সে ঘটনা খুলে বলে। ঘটনা জানার পর পুলিশ অভিযানে নামে।’
ওসি নিজাম উদ্দিন বলেন, ‘অভিযান চালিয়ে আটকের পর ভুক্তভোগী তাদের চিহ্নিত করেছে এবং বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।’
এ ঘটনায় গ্রেপ্তার তিন জন হলো- শফিকুল ইসলাম, বাদশা ও শাহিন।
Comments