লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৬
পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে শহিদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ১টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তার আসামিদের সবার বাড়ি পাটগ্রাম উপজেলার বুড়িমারী গ্রামে। নতুন গ্রেপ্তার ছয় জনের মধ্যে দুই জন এজাহারভুক্ত আসামি এবং চার জনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পাশে বুড়িমারী বাজারে শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। জুয়েল রংপুর শহরের মৃত আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
আরও পড়ুন:
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার আরও ৫
জুয়েল হত্যা: গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড আবেদন শুনানি আজ
জুয়েলের মরদেহের অপেক্ষায় শোকার্ত পরিবার
কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
Comments