নেইমার-ইকার্দির পর ছিটকে গেলেন এমবাপেও
চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি আগেই মাঠের বাইরে ছিটকে গেছেন। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে আক্রমণভাগ কীভাবে সাজাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ টমাস টুখেল। তার কপালের ভাঁজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি স্ট্রাইকার।
মঙ্গলবার এক বিবৃতিতে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নঁতের বিপক্ষে (গত শনিবারের) ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং মাংসপেশিতে চোট পাওয়ার কারণে তিনি (এমবাপে) জার্মানিতে ভ্রমণ করতে পারবেন না এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার পরিস্থিতি ফের পর্যবেক্ষণ করা হবে।’
তারকা ফরোয়ার্ডরা না থাকায় পিএসজি কোচ টুখেলকে যে লাইপজিগের মাঠে কৌশলগত পরীক্ষা দিতে হবে, তা আর আলাদা করে না বললেও চলে। সত্যি কথা বলতে, একাদশ সাজাতে হিমশিম খেতে হবে তাকে। কারণ, চোটের কারণে চইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের চলতি মাসে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।
আগামীকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়।
দুই জয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট নিয়ে পিএসজির অবস্থান দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে লাইপজিগ। সবার নিচে থাকা তুরস্কের ইস্তানবুল বাসাকসেহির নামের পাশে কোনো পয়েন্ট নেই।
Comments