পেশাদার ক্রিকেট থেকে অবসরে স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে অবদান রাখা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভের বরাতে এমন খবর দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিলেটে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল ৩৯ পেরুনো এই ব্যাটসম্যানকে।
ধারাবাহিকতার অভাব, খামখেয়ালিপনার জন্য পরিচিত স্যামুয়েলস বরাবরই বড় মঞ্চ পেলে জ্বলে উঠতেন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সের হয়েছেন।
২০১২ সালের ফাইনালে কলম্বোতে নাটকীয় ঢঙে ব্যাট করেন তিনি। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে তুলেছিল মাত্র ৩২ রান। স্যামুয়েলস অপরাজিত ছিলেন ৩২ বল খেলে ২০ রান করে। কিন্তু পরের ১০ ওভারেই বদলে ফেলেন রূপ। ৫৬ বলে করেন ৭৮ রান। দলকে ১৩৭ রানে নিয়ে যান। শ্রীলঙ্কাকে ১০১ রানে গুটিয়ে দিতে ১৫ রানে নেন ১ উইকেট।
চার বছর পর কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে হারাতে খেলেছিলেন ৬৬ বলে ৮৫ রানের ইনিংস।
২১ বছর বয়েসী টেস্ট অভিষেকে ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিলেন স্যাম্যুয়েলস। ৭১ টেস্টের ক্যারিয়ার ৩ হাজার ৯১৭ রান করেছেন ৩২.৬৪ গড়ে। ক্যারিবিয়ানদের হয়ে ২০৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার ৬০৬ রান তার। ৬৭ টি-২০ ক্যারিয়ারে আছে ১ হাজার ৬১১ রান।
২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইলের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিল ৩৭২ রানের জুটি। ওয়ানডেতে এখনো যা যেকোনো উইকেটে রেকর্ড জুটি হয়ে টিকে আছে।
সব সংস্করণ মিলিয়ে ১৭ সেঞ্চুরিতে ১১ হাজার ১৩৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। অফ স্পিন বোলিংয়ে নিয়েছেন ১৫২ উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একাধিক আসরে খেলতে দেখা গেছে তাকে।
Comments