ট্রাম্প না বাইডেন?
কে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সময় যত গড়াচ্ছে বাড়ছে তত উত্তেজনা। ইতিমধ্যে ট্রাম্প হুমকি দিয়েছেন আদালতে যাবার। বাইডেন বলছেন তারা সঠিক পথেই হাঁটছেন।
এই যখন অবস্থা, চলুন তবে দেখে আসি কোন দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজের ভোট সংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে নূন্যতম ২৭০ ইলেক্টোরাল কলেজের ভোট নিশ্চিত করতে হবে।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী রাত ৯টায় বাইডেন নিশ্চিত করেছে ২৩৮ ভোট আর ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট।
সহজ করে বললে এখনো ফলাফল বাকি আছে ৮৭টি ইলেক্টোরাল ভোট।
প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে বাইডেনকে পেতে হবে ৩২টি ভোট আর তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পেতে হবে ৫৭টি।
চলুন দেখে আসি কোন কোন অঙ্গরাজ্যে কতটি ইলেক্টোরাল ভোট আছে আর সে সব জায়গায় কে এগিয়ে আছে।
পেনসিলভেনিয়াতে আছে ২০টি, মিশিগানে ১৬, উইসকনসিনে ১০, নেভাদাতে ৬, নর্থ ক্যারোলিনাতে ১৫, জর্জিয়াতে ১৬, ও আলাস্কাতে ৪টি ইলেক্টোরাল কলেজের ভোট।
ট্রাম্প এখনো এগিয়ে আছেন আলাস্কা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পোনিসেলভেনিয়াতে। যেখানে মোট ইলেক্টোরাল কলেজের ভোট হলো ৫৪।
বাইডেন এগিয়ে আছেন উইসকনসিন, নেভাদা ও মিশিগানে। যেখানে মোট ইলেক্টোরাল কলেজের ভোট সংখ্যা হলো ৩৬।
যদি বাইডেন এই তিনটি স্টেটে জয়লাভ করেন তবে তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। আর অন্যদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হতে হলে তার এগিয়ে থাকা স্টেটগুলোতে জয়ের সঙ্গে ভাগ বসাতে হবে বাইডেনের এগিয়ে থাকা স্টেটেও।
Comments