বাইডেনের প্রয়োজন ১ রাজ্যের ৬ ভোট

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও নেভাদা। সবার চোখ এখন এই ‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলোর দিকে।
Joe Biden
জো বাইডেন। রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও নেভাদা। সবার চোখ এখন এই ‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলোর দিকে।

আজ বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, এই উল্লেখিত ‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলোর মধ্যে কোনো একটিতে জো বাইডেন জিতলে তার হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হবে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট প্রার্থী বাইডেন এখন পর্যন্ত ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৫৩টি। তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

এছাড়াও, প্রাথমিক গণনায় বাইডেন পপুলার ভোট পেয়েছেন ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৪৮১টি, যা ৫০ দশমিক ৫ শতাংশ।

প্রাথমিক গণনায় ট্রাম্প পপুলার ভোট পেয়েছেন ৬ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪২৭টি, যা ৪৮ শতাংশ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৬৪টি।

‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলোর মধ্যে নেভাদায় এগিয়ে বাইডেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। তা পেলেই নিশ্চিত হবে বাইডেনের হোয়াইট হাউসে যাওয়া।

এদিকে, ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ২১৪টি।

বাইডেন পপুলার ভোট পেয়েছেন ৭ কোটি ২১ লাখ ১১ হাজার ১০৩টি যা ৫০ দশমিক ৩৫ শতাংশ।

ট্রাম্প পপুলার ভোট পেয়েছেন ৬ কোটি ৮৭ লাখ ৭০ হাজার ৮৭৪টি যা ৪৮ দশমিক ০২ শতাংশ।

Comments

The Daily Star  | English
Gaza genocide

A civility test between Israelis and Palestinians

As opposed to the negative and pejorative assumptions about Palestinians, Israelis are routinely described as civilised and democratic.

8h ago