সাকিব এখন জীবন নিয়ে ভিন্নভাবে ভাবতে শিখেছেন

নিষেধাজ্ঞা চলাকালীন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হানা, দুইয়ে মিলে জীবন নিয়ে ভিন্নভাবে ভাবতে শিখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার।
shakib al hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের সময়টায় সাকিব আল হাসানের জীবনবোধ বদলে গেছে। নিজের নিষেধাজ্ঞা চলাকালীন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হানা, দুইয়ে মিলে জীবন নিয়ে ভিন্নভাবে ভাবতে শিখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার।

গত ২৯ অক্টোবর আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে তিনি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে ফিরবেন। তার আগে বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খোলা মনে।

সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে থাকায় মাঝে সাকিবের হাতে ছিল অবারিত সময়। পুরোটা সময়ই তার কেটেছে পরিবারের সঙ্গে। তার ফাঁকে নিজের সঙ্গে বোঝাপড়ার জন্যও ছিল বিস্তর সুযোগ।

সবকিছু থেকেই সাকিবের উপলব্ধি, বদলে গেছে তার ভাবনার নকশা, ‘করোনা এবং নিষেধাজ্ঞা- আমাকে জীবন নিয়ে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। অনেক অনেক ভিন্নভাবে শিখিয়েছে। অনেক বেশি আইডিয়া করার ফুরসৎ করে দিয়েছে।’

সাকিব মনে করেন, সংকটে না পড়লে মানুষ শিখতে পারে না। গত একটা বছর তাই তাকে ঋদ্ধ করেছে, করেছে আরও অনেক পরিণত, ‘স্ট্রাগল না আসলে কেউ শিখতে পারে না বলে আমার বিশ্বাস। যখন মানুষ এই জায়গা থেকে ফিরে আসে, অনেক পরিপক্ব হয়েই ফিরে। আমারও সেটাই হয়েছে। আমি এখন অনেক ভিন্নভাবে চিন্তা করি। যেটা এক বছর আগে করতাম, তার থেকে আলাদা ভাবনার জগৎ। কাজেই এটা আমার জীবনে অনেক বেশি সাহায্য করবে বলেই মনে করি।’

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

28m ago