আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেলেন বাইডেন

আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড করেছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি দেশটির প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
Joe Biden
জো বাইডেন। ছবি: রয়টার্স

আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড করেছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি দেশটির প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার পূর্বসূরী বারাক ওবামার ভোটের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।

এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক গণনায় বাইডেন পেয়েছেন ৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ১৮২টি ভোট।

সাবেক প্রেসিডেন্ট ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯০ লাখ ৪০ হাজার ভোট। এই ভোট পেয়ে তিনি ২০০৮ সালে রেকর্ড গড়েছিলেন।

এ বছর ব্যাপক সংখ্যক ভোটার ভোট দেওয়ায় ডেমোক্রেট নেতা ও ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নতুন রেকর্ড করতে পেরেছেন বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।

এবারের নির্বাচনে আগাম ভোটই দিয়েছেন ১০ কোটির বেশি মানুষ।

বিভিন্ন রাজ্যে বিশেষ করে পেনসিলভেনিয়া, নেভাদা ও জর্জিয়ায় এখনও ডাকযোগে পাঠানো ভোটের গণনা চলছে। ধারণা করা হচ্ছে, সব রাজ্যে গণনা শেষ হলে বাইডেনের ভোটের সংখ্যা আরও বাড়বে। কেননা, বাইডেন সমর্থকরাই বেশি সংখ্যক ডাকযোগে ভোট দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত ৮৭ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। তাতে বাইডেন ভোট পেয়েছেন ৫০ দশমিক ৩৫ শতাংশ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ০২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাবেক ভাইস প্রেসিডেন্টের প্রকৃত ভক্তের সংখ্যা বেশি হওয়ায় তার জনপ্রিয়তার এই চিত্র উঠে এসেছে। এছাড়াও, অনেকে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে গিয়ে বাইডেনকে বেছে নিয়েছেন।

বুথ-ফেরত ভোটার জরিপে দেখা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও করোনা মহামারিকে বিবেচনায় নিয়েছিলেন ভোটাররা।

ট্রাম্পের সমর্থকরা অর্থনৈতিক ইস্যুকে গুরুত্ব দিয়েছিলেন, আর বাইডেন সমর্থকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন করোনা মহামারিকে।

বাইডেন পপুলার ভোট যতই পান না কেন, এখন সবার দৃষ্টি ইলেকটোরাল ভোটের দিকে। কেননা, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেলেও ইলেকটরাল ভোটে হেরে গিয়েছিলেন তিনি।

এখন বাইডেনকে বিজয়ী হতে প্রয়োজন ছয়টি ইলেকটোরাল ভোট। তিনি নেভাদা রাজ্যে সামান্য এগিয়ে রয়েছেন। সেই রাজ্যে রয়েছে ছয়টি ইলেকটোরাল ভোট। সেখানে বাইডেন বিজয়ী হলে তার হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

1h ago