রাবির সাবেক উপাচার্য মো. আলতাফ হোসেন মারা গেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহীর উপশহর এলাকার বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দুপুরে (বাদ জোহর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
RU_VC_Altaf_5Nov20.jpg
রাবির সাবেক উপাচার্য মো. আলতাফ হোসেন | ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহীর উপশহর এলাকার বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দুপুরে (বাদ জোহর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাইয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাইয়ে ১৯৪৬ সালে অধ্যাপক মো. আলতাফ হোসেনের জন্ম হয়। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৭৬ সালে ভারত থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওই বছরই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর অধ্যাপনা করেন।

অধ্যাপক মো. আলতাফ হোসেন ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য এবং ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

10m ago