টেকনাফে রোহিঙ্গার গুলিতে যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা সদস্যদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার নয়াপাড়া ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা দায়ের করা হয়নি। তবে, মামলার প্রক্রিয়া চলছে।’

নিহত আব্দুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে। আব্দুস শুক্কুর একটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানান।

নিহতের চাচা আবুল হাশিম বলেন, ‘জাকির ডাকাতের নেতৃত্বে ৭-৮ জন সশস্ত্র রোহিঙ্গা শুক্কুরদের বাড়িতে এসে কোনো কথা ছাড়াই তাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে পর পর ৩টি গুলি করে। এরপর বাড়ির অন্যদেরও হত্যার হুমকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়।’

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়তুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে আনুমানিক আড়াইশ গজ দূরে সড়কের উপর এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তি একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় তিনি সহযোগিতা করেছেন বলে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।’

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago