ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল
বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে নেপাল জাতীয় ফুটবল দল।
সূচি অনুসারে, বৃহস্পতিবার সকালে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রাখার কথা ছিল নেপালের। তবে তারা পৌঁছেছে দুপুর দেড়টায়। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে মোট ৩৫ সদস্যের বহর নিয়ে এসেছে দলটি।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি দল বাংলাদেশ সফরে এলো।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে গত ৩১ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করে নেপাল। তার আগেই দলটির ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের চার খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হন। এরপর গত মঙ্গলবার তাদের আরও দুই খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আগের দিনই দ্য ডেইলি স্টারকে জানান, ‘বৃহস্পতিবার ফের সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং আগামী শুক্রবার পর্যন্ত নেপাল দলকে হোটেলে অবস্থান করতে হবে। ফল নেগেটিভ এলে শনিবার থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে।’
নেপালের বহরের সঙ্গে আসেননি প্রধান কোচ জোহান কালিন। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন বাল গোপাল মহারাজন।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই চ্যালেঞ্জ সামনে রেখে জেমি ডের শিষ্যরা গত ২৪ অক্টোবর থেকে অনুশীলন করে যাচ্ছে।
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের ফুটবল। ঘরোয়া ফুটবলের ২০১৯-২০ মৌসুম বাতিল হওয়ার পর নতুন মৌসুম এখনও শুরু হয়নি। অর্থাৎ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই লম্বা সময় পর মাঠে গড়াচ্ছে খেলা।
Comments