তিনটি মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই রকম সংকটজনক অবস্থায় আছে। তিনি এখনও ভেন্টিলেটশনে আছেন এবং তার হিমোগ্লোবিন ও প্লেটলেট কাউন্ট কমের দিকেই থাকছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
Soumitra Chatterjee-1.jpg
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই রকম সংকটজনক অবস্থায় আছে। তিনি এখনও ভেন্টিলেটশনে আছেন এবং তার হিমোগ্লোবিন ও প্লেটলেট কাউন্ট কমের দিকেই থাকছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

আজ বৃহস্পতিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি ও স্নায়ুর দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনা স্থির করার জন্য তিনটি বোর্ড বৈঠকে বসবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর। সেই বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত থাকবেন অভিনেতার পরিবারের মানুষজনও। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

গতকাল বুধবার চিকিৎসকরা জানান, সঙ্কটে থাকলেও এ দিন তার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি বা অবনতি চোখে পড়েনি। আগের মতোই আচ্ছন্ন অবস্থায় আছেন তবে গতকাল পর্যাপ্ত মূত্রত্যাগে সমস্যা দেখা দিয়েছিল।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

9h ago