ডেমরায় লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
রাজধানীর ডেমরায় ১০ তলা ভবনের ষষ্ঠ তলার লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দানা মিয়া ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বিকেল ৪টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুরো ভবন ধোঁয়াতে ভরে গেছে।
দানা মিয়া বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আগুন ছয় তলায় লাগলেও তা সাত ও আট তলায় ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ভবনে যেসব শ্রমিক কাজ করছিলো, আগুন লাগার পরে তারা বের হতে পেরেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Comments