জর্জিয়ায়ও ট্রাম্পের ঘাড়ে নিশ্বাস ফেলছেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা বাড়াচ্ছে জর্জিয়ার ভোট গণনা। জর্জিয়ার বৃহত্তম কাউন্টি ফুল্টনের ভোট গণনার পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যাবধান অনেকটাই কমিয়ে এনেছেন জো বাইডেন।
সিএনএন জানায়, জর্জিয়ায় গতরাতে ট্রাম্প ৩০ হাজার ভোট এগিয়ে থাকলেও, এখন এগিয়ে আছেন ১৮ হাজার ৫০০ ভোটে। এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট রয়েছে ১৬টি। জর্জিয়ায় চার শতাংশ ব্যালট গণনা এখনো বাকি।
রাতের মধ্যে ফুল্টনে আরও প্রায় ২০ হাজার ব্যালট গণনা করা হবে। অনলাইনে ও পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোটগুলো পড়েছে। কিছুক্ষণ আগে এরকম আট হাজার ৩৫১টি ব্যালট গণনার ফলাফল থেকে দেখা যাচ্ছে এতে বাইডেন পেয়েছেন ছয় হাজার ৪১০, আর ট্রাম্প পেয়েছেন এক হাজার ৯৪১ ভোট।
কাউন্টির নির্বাচন কর্মকর্তারা রাতভর ব্যালট গণনা করে চলেছেন।
প্রতিবেদনে সিএনএন জানায়, কয়েকটি কাউন্টিতে ট্রাম্পের পক্ষের ভোট গণনার অপেক্ষায় আছে। তবে, ডেমোক্র্যাটদের ঘাঁটি আটলান্টা, সাভানা ও কলম্বাসের আশেপাশের জনবহুল এলাকাগুলোর অনেক ব্যালট এখনও গণনার অপেক্ষায় আছে।
যদি এসবের মধ্যে ৬০-৬২ শতাংশ ভোট বাইডেনের পক্ষে যায়, তবে, ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে যাবেন তিনি। গত কয়েক ঘণ্টা ধরে ফুল্টন কাউন্টিতে যেসব ব্যালট গণনা হয়েছে তাতে বাইডেনের পক্ষে পড়েছে ৮০ শতাংশ ভোট। এভাবে চলতে থাকলে জর্জিয়ায় নিশ্চিতভাবেই ট্রাম্পকে ছাড়িয়ে যাবেন বাইডেন।
Comments