অবশেষে আর্জেন্টিনা দলে ডাক পেলেন দি মারিয়া

ছবি: এএফপি

ক্লাব পর্যায়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন। তারপরও আর্জেন্টিনা দলে ডাক না পাওয়ায় গত সেপ্টেম্বরে ক্ষোভ ঝেড়েছিলেন আনহেল দি মারিয়া। সঙ্গে জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছিলেন তিনি।

অবশেষে দুর্দান্ত ফর্মে থাকার সুফল পেয়েছেন তারকা উইঙ্গার দি মারিয়া। কাতার বিশ্বকাপের বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোটের সঙ্গে লড়াইরত ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর জায়গা হয়নি স্কোয়াডে। তাছাড়া, আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের নাম পরে যুক্ত করবেন স্কালোনি।

আগামী শুক্রবার নিজেদের মাটিতে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর বুধবার তারা খেলতে নামবে পেরুর মাঠে।

এবারের বাছাইপর্বে শুভ সূচনা করেছে আলবিসেলেস্তেরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

২৫ সদস্যের আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্তিন মার্চেসিন (পোর্তো);

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (গ্রানাদা), ওয়ালতার কানেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ফাকুন্দো মেদিনা (লেঁস), লুকাস মার্তিনেজ কার্তা (ফিওরেন্তিনা);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেসে), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দমিঙ্গেজ (বোলোনিয়া), মার্কোস আকুনিয়া (সেভিয়া), আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি), লুকাস ওকাম্পোস (সেভিয়া), রবার্তো পেরেইরা (উদিনেসে);

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago