ধর্ম অবমাননাকর প্রচারণার অভিযোগে তরুণী আটক
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলী (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত ৮টার দিকে র্যাব-৪ এর একটি দল দারুস সালাম এলাকা থেকে ওই তরুণীকে আটক করেছে। রেইলী নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেইজ এবং টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে তিনি নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালাতেন। সেসব কনটেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Comments