শীর্ষ খবর

হাতিয়ায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১

নোয়াখালীর হাতিয়ায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও এক জেলে।
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া

নোয়াখালীর হাতিয়ায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও এক জেলে।

গতকাল রাত একটার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের পূর্ব পাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অমর দাস উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকী গ্রামের প্রেম লাল মাঝির ছেলে। নিখোঁজ জেলে মিলনও (১৮) একই গ্রামের সূর্য মাঝির ছেলে।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. আবুল খায়ের বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারে মোট ৫ জন জেলে ছিলো। এর মধ্যে তিন জনকে জীবিত উদ্ধার হয়েছে। নিহত হয়েছেন একজন, তার মরদেহ সকালে জেলেরা উদ্ধার করে। এ ছাড়া, নিখোঁজ আছেন আরও এক জেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুম থাকায় ২২ দিন ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বুধবার রাত ১২টার পর শেষ হয়। বৃহস্পতিবার রাতে হাতিয়া উপজেলার কাদিরা খাল থেকে আঠারোবেকী গ্রামের সুমন মাঝির নেতৃত্বে পাঁচ জেলে ইলিশ ধরতে মেঘনা নদীতে যায়। পরে রাত একটার দিকে জেলে নৌকাটি হাতিয়ার নিঝুমদ্বীপের মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ে নৌকাটি উল্টে যায়।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

9h ago