রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরাঙ্গনা পারুল রানী

বীরাঙ্গনা পারুল রানী। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা পারুল রানীর (৯০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় তার মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

এ সময় সেখানে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদের সদস্য এম এ খালেকসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উপস্থিতিতে সমাহিত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ বীরাঙ্গনা পারুল রানী। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মনোহর মিস্ত্রী এবং ছেলে মনমথ মিস্ত্রীও একজন বীর মুক্তিযোদ্ধা।

পারুল রানীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মনমথ রঞ্জন মিস্ত্রী বলেন, ‘মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। তিনি ২০১৮ সালে ২৫ নভেম্বর বীরাঙ্গনা ভাতাপ্রাপ্ত হন।’

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী পারুল রানীর স্বামী মনোহর মিস্ত্রী, তার ভাই কর্নধর মিস্ত্রী ও তাদের প্রতিবেশী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে। এ ছাড়াও, পাকিস্তান বাহিনী তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার ছেলে মনমথ মিস্ত্রী তখন যুদ্ধক্ষেত্রে থাকায় প্রাণে বেঁচে যান।

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

18m ago