বার্সায় ফিরতে চেয়েছিলেন আলভেজ

ছবি: রয়টার্স

ইউরোপ ছেড়ে বর্তমানে নিজ দেশের ক্লাব সাও পাওলোতে খেলছেন দানি আলভেজ। বছর তিনেক আগে বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন এ ব্রাজিলিয়ান। কিন্তু ৩৭ বছর বয়সী এ ডিফেন্ডারের সঙ্গে ফের চুক্তি করার সাহস দেখায়নি দলটি। সম্প্রতি আরএসি১'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সাবেক এ বার্সেলোনা তারকা।

সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর উপর রাগ করেই বার্সেলোনা ছেড়েছিলেন আলভেজ। ক্লাবের সভাপতি হওয়ার পর থেকেই তাকে উপেক্ষা করতে থাকেন বার্তোমেউ। আলভেজ চাইলেও নতুন কোনো চুক্তির ব্যাপারে আগ্রহ দেখাননি তিনি। আর এরমাঝেই দল-বদলের বাজারে নিষেধাজ্ঞায় পড়ে ক্লাবটি। এরপর বাধ্য হয়েই আলভেজের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন বার্তোমেউ। কিন্তু অভিমানে তখন আর আগ্রহ দেখাননি এ ব্রাজিলিয়ান।

২০১৬ সালে যখন আলভেজ বার্সা ছাড়েন তখন তার বয়স ছিল ৩৩। এ বয়সী একজন খেলোয়াড় কতদিন উঁচু পর্যায়ে খেলতে পারবেন এ নিয়া দ্বিধায় ছিলেন বার্তোমেউ। যে কারণে আগ্রহ দেখাননি। কিন্তু এ চ্যালেঞ্জটা নিয়েছিলেন আলভেজ। যোগ দেন জুভেন্টাসে। অসাধারণ খেলে নিজেকে প্রমাণও করেই ফিরতে চেয়েছিলেন বার্সায়। কিন্তু নিজেদের ভুল মেনে নিয়ে তার সঙ্গে চুক্তি করার সাহস দেখাননি বার্তোমেউ।

'আমি ফেরার জন্য বার্সাকে প্রস্তাব দিয়েছিলেন। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা প্রমাণের জন্য আমি জুভেন্টাসের গিয়েছিলাম। তখন বার্সেলোনার আমার প্রয়োজন ছিল, তাই ফিরতে চেয়েছিলাম। কিন্তু তারা যে ভুল ছিল এটা মেনে নিয়ে আমাকে ফেরানর মতো সাহস তাদের ছিল না। যদি তারা আমার প্রত্যাশা অনুযায়ী আমাকে সম্মান করতো তাহলে হয়তো আমি এখনও বার্সেলোনাতেই থাকতাম। আমি এ ক্লাবটিকে ভালোবাসি।' - সাক্ষাৎকারে এমনটাই বলেছেন আলভেজ।

অথচ বার্সেলোনায় দারুণ সফল ছিলেন বার্তোমেউ। আট বছরের ক্যারিয়ারে জিতেছেন ২৩টি শিরোপা। ছয়টি লা লিগা শিরোপার পাশাপাশি তিনটি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। এ সময়ে ক্লাবের হয়ে মোট ৩৯১টি ম্যাচে মাঠে নেমে ২১টি গোল ও ১০১টি অ্যাসিস্ট করে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

52m ago