ফিলাডেলফিয়ার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ
ফিলাডেলফিয়ায় ভোট গণনা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন এক মার্কিন ফেডারেল আদালত।
ফক্স নিউজ জানায়, ফিলাডেলফিয়া কাউন্টির নির্বাচন বোর্ড ‘ইচ্ছাকৃতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির প্রতিনিধি এবং জরিপ পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়নি’ বলে এ অভিযোগ করা হয়। ট্রাম্পের আইনজীবীরা আগের একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা ভোট গণনা করা দেখতে পারেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জর্জ ডব্লিউ বুশের নিয়োগকৃত মার্কিন জেলা জজ পল ডায়মন্ড এই আবেদন খারিজ করে বলেন, ‘আজকের জরুরি ইনজাংকশনের শুনানি চলাকালে দলগুলোর মধ্যে চুক্তির আলোকে কোনো ধরণের পক্ষপাত ছাড়াই বাদী পক্ষের আবেদন খারিজ করা হলো।’
ডায়মন্ড বলেন, ‘ট্রাম্পের সমর্থকেরা স্বীকার করেছেন যে, তাদের পর্যবেক্ষকদের ভোট গণনা দেখার অনুমতি দেওয়া হয়। কিন্তু, তাদের অভিযোগ ডেমোক্রেটদের তুলনায় সমান প্রবেশাধিকার দেওয়া হয়নি।’
তিনি উভয় পক্ষকে একটি সমঝোতায় আসার আহ্বান জানান এবং উভয় পক্ষের ৬০ জন পর্যবেক্ষকের মতামত নিতে বলেন।
ডব্লিউপিটিআই-টিভির এক প্রতিবেদনে ফিলাডেলফিয়া সিটি কমিশনার ফেডারেল আদালতের ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, ‘সিটি বোর্ড অব ইলেকশনস সব পর্যবেক্ষকদের জন্য ছয় ফুট দূরত্ব রেখে অবস্থান করতে সম্মতি জানিয়েছে এবং আইন অনুযায়ী প্রতি পক্ষের ৬০ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে।’
Comments