মেসিকে বল পাস দাও, ডেস্টকে আলভাজের উপদেশ
দানি আলভেজ দল ছাড়ার থেকে রাইটব্যাক পজিশনের শূন্যতা পূরণ করতে পারেনি বার্সেলোনা। গত চার বছরে সের্জিও রোবার্তো ও নেলসন সেমেদোরা কেবল হাবুডুবুই খেয়েছেন। তবে চলতি মৌসুমে যোগ দেওয়া সের্জিনো ডেস্ট অবশ্য আশা দেখাচ্ছেন। এরমধ্যে অনেকেই তার মধ্যে আলভেজের ছায়া দেখতে পাচ্ছেন। এ তরুণে মুগ্ধ হয়েছেন স্বয়ং আলভেজও। বার্সায় ভালো করার জন্য তাই তাকে কিছু উপদেশ দিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা।
আর সে উপদেশটা খুব বড় কিছু নয়। বল পেলেই অধিনায়ক লিওনেল মেসিকে পাস দিতে বলেছেন আলভেজ, 'আমার যদি ডেস্টকে কোনো উপদেশ দিতে হয়, তাহলে এটা খুব সহজ। বলব মেসিকে বল পাস দাও।'
তবে ডেস্টকে নিজের সঙ্গে তুলনা করতে নারাজ এ ব্রাজিলিয়ান, 'বার্সেলোনার হয়ে সের্জিনো ডেস্টের সফল হওয়ার মতো সামর্থ্য ও অনেক সুযোগ রয়েছে। তবে আমি কারও সঙ্গে তুলনা করা পছন্দ করি না। এটা কাফুর সঙ্গে আমার হয়েছিল। অনেকেই করেছিল... কিন্তু এসবের কোনো ভিত্তি নেই।'
আর আলভেজকে বেশ সম্মান করেন ডেস্ট। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে এ ব্রাজিলিয়ানের উচ্ছ্বসিত প্রশংসা করে এ তরুণ বলেছিলেন, 'দানি আলভেজ আমার আদর্শ। সে আমার পজিশনেই খেলত এবং ইউটিউবে আমি তার অনেক ভিডিও দেখেছি এবং অনেক শিখেছিও। সে না থাকলেও তার সতীর্থরা বার্সায় রয়েছে। আমি তাদের কাছে পরামর্শ চাই। আমি তার (আলভেজ) মতো খেলোয়াড় হতে চাই।'
বার্সেলোনার অন্যতম সফল খেলোয়াড় ছিলেন আলভেজ। ২০০৮ সালে যোগ দেওয়ার পর ২০১৬ সালে ক্লাব ছাড়ার আগে ক্লাবটির হয়ে জিতেছেন ২৩টি শিরোপা। ছয়টি লা লিগা শিরোপার পাশাপাশি তিনটি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। এ সময়ে ক্লাবের হয়ে মোট ৩৯১টি ম্যাচে মাঠে নেমে ২১টি গোল ও ১০১টি অ্যাসিস্ট করে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মেসির সঙ্গে বরাবরই সম্পর্কটা দারুণ ছিল আলভেজের। তার কাছ থেকে বল পেয়ে মোট ২৬টি গোল করেছেন মেসি। এছাড়া মেসির অনেক গোলের সুযোগটা তৈরি করেছেন এ ব্রাজিলিয়ানই। আর সে সময়ে বার্সার সাফল্যও ছিল ঈর্ষনীয়। কিন্তু আলভেজ দল ছাড়ার পর বার্সার সাফল্য সে অর্থে ছিল না বললেই চলে। গত মৌসুমে তো ক্লাবটি শিরোপাশূন্যই থাকে।
Comments