হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করোনা পজিটিভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এবং কার্যালয় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে সিএনএন।
গত রোববার এবং সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গী হয়েছিলেন মিডোস। গত মঙ্গলবার হোয়াইট হাউসে নির্বাচনের নাইট পার্টিতে এবং প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার।
তার সহচার্যে থাকা কর্মকর্তাদের মাঝেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
Comments