৪ রাজ্যে আরও এগিয়ে বাইডেন

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন?, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় বিশ্ব। নির্বাচনে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে, কোনো কোনো গণমাধ্যম অ্যারিজোনায় বিজয় দেখিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৬৪ দেখিয়েছে।
ডেলাওয়্যারের উইলমিংটন থেকে আমেরিকানদের উদ্দেশে বক্তব্য রাখছেন জো বাইডেন। ৬ নভেম্বর ২০২০। ছবি: রয়টার্স

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন?, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় বিশ্ব। নির্বাচনে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে, কোনো কোনো গণমাধ্যম অ্যারিজোনায় বিজয় দেখিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৬৪ দেখিয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এখনো ভোট গণনা চলছে। সেগুলো হলো— পেনসেলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা, উত্তর ক্যারোলিনা ও আলাস্কা। রাজ্যগুলোতে মোট ৭১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জর্জিয়াতে ৯৮ শতাংশ ভোট গণনার পর দশমিক এক পয়েন্টে (সাত হাজার ২৪৮টি ভোট) এগিয়ে রয়েছেন বাইডেন। রাজ্যটিতে মোট ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। তবে, অঙ্গরাজ্যটির ভোট আবার গণনা করা হবে বলে গতকাল জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটের বরাত দিয়ে জানিয়েছে ফক্স নিউজ। স্টেট সেক্রেটারি ব্র্যাড রাফেনসপার্গার বলেন, ‘রাজ্যের ভোট গণনার ফলাফলে পার্থক্য খুব সামান্য হওয়ায়, এখানে নতুন করে গণনা হবে।’

পেনসেলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে। ৯৬ শতাংশ ভোট গণনার পর রাজ্যটিতে এখন দশমিক চার পয়েন্টে (২৮ হাজার ৮৩৩টি ভোট) এগিয়ে আছেন বাইডেন।

অ্যারিজোনাতে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন দশমিক নয় পয়েন্টে (২৯ হাজার ৮৬১টি ভোট) এগিয়ে রয়েছেন। রাজ্যটিতে ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

গত কয়দিন ধরে আলোচনায় থাকা লাস ভেগাসের নেভাদায় প্রথম থেকেই এগিয়ে রয়েছেন বাইডেন। ৯৩ শতাংশ ভোট গণনা শেষে তিনি এক দশমিক আট পয়েন্টে (২২ হাজার ৬৫৭টি ভোট) এগিয়ে রয়েছেন। এখানে ছয়টি ইলেকটোরাল ভোট রয়েছে।

তবে, উত্তর ক্যারোলিনা ও আলাস্কাতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। উত্তর ক্যারোলিনায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে এক দশমিক চার পয়েন্টে (৭৬ হাজার ৫১৫টি ভোট) এগিয়ে রয়েছেন ট্রাম্প। এখানে ১৫টি ইলেকটোরাল ভোট রয়েছে।

আর আলাস্কায় ৫৬ শতাংশ ভোট গণনা শেষে ২৯ দশমিক নয় পয়েন্টে (৫১ হাজার ৩৮২টি ভোট) এগিয়ে রয়েছেন ট্রাম্প। এখানে তিনটি ইলেকটোরাল ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গিনেট কাউন্টিতে এক হাজার ৫০০ ব্যালট তালিকাভুক্তি বাকি রয়েছে বলে জানিয়েছে কাউন্টিটির মুখপাত্র জো সরেনসন। কাউন্টিটিতে এখনো ভোট গণনা চলছে। জো সরেনসনের বিবৃতির বরাত দিয়ে সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরেনসনের বিবৃতিতে বলা হয়, ‘মেইলে পাঠানো ৫৩৫টি অনুপস্থিত ব্যালট এবং সামরিক বাহিনীর সদস্য ও বিদেশে থাকা মার্কিন নাগরিকদের কাছ থেকে আসা তিনটি ব্যালট ‘আপৎকালীন ব্যালট’ হিসেবে গণনা করা হবে। ভোটগুলো গণনার জন্য টেকনিশিয়ানরা এর পদ্ধতি সমন্বয় করে দিলেই আগামীকাল এগুলো গণনা হবে।’

‘এ ছাড়া, অতিরিক্ত আরও ৯৬৫টি প্রভিশনাল ব্যালটের তালিকাভুক্তির হওয়ার যোগ্যতা পর্যালোচনা করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে গিনেটের ভোটার রেজিস্ট্রেশন অ্যান্ড ইলেকশন বোর্ড’, বিবৃতিতে বলা হয়। আগামী ৯ নভেম্বর গিনেটের ভোটার রেজিস্ট্রেশন অ্যান্ড ইলেকশন বোর্ড প্রভিশনাল ব্যালটগুলো পর্যালোচনা করবে বলে জানিয়েছে সিএনএন।

আরও পড়ুন:

মার্কিন নির্বাচনের ফল ঘোষণায় দেরি কি এবারই প্রথম?

আমরা জয়ের পথে আছি: বাইডেন

ট্রাম্পকে শান্ত থাকার আহ্বান জার্মানির, নীরব যুক্তরাজ্য

জর্জিয়ায় ভোট পুনরায় গণনা হবে

পেনসেলভেনিয়ায় ট্রাম্পকে পেছনে ফেললেন বাইডেন

‘ব্যর্থতার দায় রিপাবলিকানদের “দুর্বল” সমর্থন’

ফিলাডেলফিয়ায় ভোট গণনা কেন্দ্রে হামলার পরিকল্পনা, তদন্তে নেমেছে পুলিশ

জর্জিয়া ও পেনসেলভেনিয়াতে হারলে ট্রাম্পের সম্ভাবনা শেষ

২৪ ঘণ্টায় ট্রাম্পের ১৬ টুইট, ৭টিই ‘বিভ্রান্তিকর’

ফিলাডেলফিয়ার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ

জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি

‘মিথ্যা’ দাবি, ট্রাম্পের সংবাদ সম্প্রচার বন্ধ করে দিলো ৩ টিভি চ্যানেল

‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক

হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago