কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিজাম উদ্দিন মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে।

নিহত নিজাম উদ্দিন (৪২) ফেনী জেলা সদরের দেবীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘নিজাম উদ্দিন শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি হত্যা মামলায় ২০০৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১২ সাল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।’

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদহে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago