তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, বালতি ভরে তেল সংগ্রহ করছেন স্থানীয়রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সেখান থেকে বালতি ভরে তেল সংগ্রহ করছেন।
তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সেখান থেকে বালতি ভরে তেল সংগ্রহ করছেন।

আজ শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে ও উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে।

সাতগাঁও এলাকার বাসিন্দা রমিজ মিয়া বলেন, ‘এলাকার মানুষ সেখান থেকে বালতিতে করে তেল আনছেন।’

ঘটনাস্থলে থাকা রাজেষ ভৌমিক বলেন, ‘এখানে তেল সংগ্রহের জন্য শত শত মানুষ ভিড় করছেন ও মানুষ তেল সংগ্রহ করছে।’

হোসনা বেগম বলেন, ‘ফ্রি পেয়েছি তাই এক বালতি সংগ্রহ করেছি। সবাই করছে।’

স্থানীয় বাসিন্দা জাবেদ আলী বলেন, ‘এটা ডিজেল তাই বিক্রির জন্য ৫ লিটারের মতো সংগ্রহ করেছি।’

কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় পাঁচটি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। এদিকে তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

1h ago