মুন্সিগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় ২০টি বাড়ি ভাঙচুর
মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নে দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল থেকে দফায় দফায় ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘নজরুল ইসলাম হাওলাদার ও মামুন হাওলাদারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। যার জেরে সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ২০টি বাড়ি ভাঙচুর হয়েছে। অনেক স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে, যার আলামত পাওয়া গেছে। গোলাগুলিও হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সেখানে দু’পক্ষের কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। সেসময় থেকেই পরিস্থিতি শান্ত আছে।’
তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণে আহত যুবককে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। গুলিবিদ্ধ হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ অভিযোগও করেনি পুলিশের কাছে।’
এ ঘটনায় ককটেল বিস্ফোরণে আহত আলামিনকে (২২) ঢাকায় চিকিৎসাধীন। তিনি ছোট মোল্লাকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।
Comments