আবার এক পর্দায় শাহরুখ-সালমান

শাহরুখ খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে খুব কম ছবিতেই দেখা গেছে। নব্বই দশকে ‘করণ অর্জুন’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সেই সময় ছবিটি তুমুল জনপ্রিয় হয়।

এরপর ‘দুশমন দুনিয়া কা’, ‘হাম তুমারে হ্যায় সনম’ ছবিতে একসঙ্গে ছিলেন তারা। অনেক বছর দুজনার সম্পর্কের মাঝে ছিল শীতলতা। গত কয়েক বছর ধরেই তারা আবার খুবই ভালো বন্ধু। একে অপরের সিনেমার জন্য শুভকামনা জানাতেও দেখা গেছে তাদের।

শোনা যাচ্ছে আবার তাদের দেখা যাবে এক ছবিতে। যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘পাঠান’ এ একটি ক্যামিও চরিত্রে সালমান খান থাকবেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সিনেমাটিতে অনেক আগে থেকেই দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামের অভিনয় করার কথা শাহরুখ খানের সঙ্গে। তবে এবার নতুন চমক হিসেবে সালমান খানের নাম যোগ করতে যাচ্ছে যশরাজ ফিল্মস।

শাহরুখ খান অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ ছবিতে সালমান খানকে ক্যামিও চরিত্রে দেখা যায়। সালমান খান অভিনীত ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ ছবিতে ক্যামিও চরিত্রে ছিলেন শাহরুখ খান।

Comments