‘বিগ সংবাদ সম্মেলন’র ঘোষণা দিয়ে আসেননি ট্রাম্প
ফিলাডেলফিয়ার ফোর সিজনসে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও, সেখানে উপস্থিত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, ২০২০ সালের নির্বাচন নিয়ে ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পের ক্যাম্পেইনের পক্ষ থেকে নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিউলিয়ানী, ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বান্দি ও ক্যাম্পেইনের সিনিয়র উপদেষ্টা কোরি লেয়ান্ডোস্কি বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে রুডি গিউলিয়ানী বলেন, অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের এ ফলাফল স্বীকার করবেন না। অন্তত ছয় লাখ ব্যালট প্রশ্নবিদ্ধ।
প্রেসিডেন্টের ব্যক্তিগত এই অ্যাটর্নির দাবি, পেনসিলভেনিয়ায় ব্যালট নিয়ে জালিয়াতি হয়েছে। রাজ্যটি বাইডেনকে হোয়াইট হাউজ জয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবস্থা করে দিয়েছে।
তার সঙ্গে তিন জন নির্বাচন পর্যবেক্ষক যোগ দিয়েছিলেন। ব্যালট গণনা প্রক্রিয়ায় পর্যাপ্ত পর্যবেক্ষণ থেকে তাদের বাধা দেওয়া হয়েছিল বলে তারা দাবি করেন।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও, ডোনাল্ড ট্রাম্প তার পরাজয় স্বীকার করেননি।
ফক্স নিউজ জানায়, ট্রাম্প এক বিবৃতিতে পরাজয় স্বীকার না করে, আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যাক্ত করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচন শেষ হতে এখনও অনেক দেরি। জো বাইডেন কোনও রাজ্যের বিজয়ী হিসেবে সনদ পাননি। অনেক রাজ্যে বাধ্যতামূলক ভোট পুনর্গণনা হবে। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে আমাদের অনেক রাজ্যের প্রতি আইনি চ্যালেঞ্জ আছে।’
তিনি আরও বলেন, ‘সোমবার থেকে আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শুরু হবে। সঠিকভাবে বিজয়ীর আসন নিশ্চিত করার জন্য আমরা আদালতে মামলার কাজ শুরু করব।’
Comments