‘জম্পেশ লড়াই হবে, তবে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া’

আইপিএল শেষ হলেই তিন সংস্করণের পূর্নাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। ঐতিহ্যের কারণেই দুই দলের বোর্ডার-গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজ নিয়েই মূল উত্তাপ, আলোচনা। পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম নজর রাখছেন এই সিরিজে। তার মতে লড়াই হবে জম্পেশ, তবে নানা কারণেই খানিকটা এগিয়ে থাকবে অসিরা।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে পেস বোলিংয়ে সব সময়ের সেরাদের একজন ওয়াসিম জানান, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বড় প্রভাবক হতে যাচ্ছেন পেসাররা, ‘অস্ট্রেলিয়ার পেস আক্রমণ এই সময়ে বিশ্বের সেরা। ওদের প্যাট কামিন্স, মিচেল স্টার্ক জস হেজেলউডের মতো পেসার আছে। এছাড়া বাকিরাও বিশ্বমানের। লড়াইটা জম্পেশ হবে। তবে আমার ধারণা ফেভারিট অস্ট্রেলিয়াই।’
ঘরের মাঠে অসি পেস আক্রমণকে এগিয়ে রাখলেও ভারতের পেসারদেরও দারুণ সুযোগ দেখছেন তিনি, ‘মোহাম্মদ শামি, জাসপ্রিট বোমরাহ, নবদীপ সাইনি এবং বাকিরাও বেশ ভাল।’
ওয়াসিম মনে করেন গত কয়েক বছরে পুরো ভারতীয় দলই করেছে দারুণ উন্নতি, সেই ছাপ পাওয়া যায় তাদের চলনে বলনে, ‘ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষা বলে দেয় ওরা এখন কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলে। কতটা পরিশ্রম করে ওদের দেখলেই আঁচ করা যায়। অনেকটা নব্বুই দশকের আমাদের মতো। ’
অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ হয় কোকাবুরা বলে। এই বল পুরনো হয়ে গেলে উপমহাদেশীয় বোলারদের সংকটে পড়তে হয় বলেও ভারতকে সতর্ক করে দিয়েছেন বাঁহাতি কিংবদন্তি ওয়াসিম, ‘কোকাবুরা বল পুরনো হয়ে গেলে উইকেট পাওয়া কঠিন। তখন উইকেট পাওয়ার উপায় বের করতে হবে তাদের।’
Comments