হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ফাতি!
চার ম্যাচ জয়হীন থাকার পর রিয়াল বেতিসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। তবে সে ম্যাচে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। হাঁটুতে চোট পেয়েছেন দলের তরুণ তারকা আনসু ফাতি। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে স্পেন জাতীয় দলের হয়ে আগামী তিন ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ক্যাম্প ন্যুতে শনিবার বেতিসকে ৫-২ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে চোট পান ফাতি। যে কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি। ৩১তম মিনিটে প্রতিপক্ষ ডি-বক্সে তাকে ফাউল করেছিলেন আইসা মেন্দি। পেছন থেকে করা সে ফাউলের হাঁটু ধরে বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় ফাতিকে। তাতে পেনাল্টিও পেয়েছিল বার্সেলোনা। যদিও স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে পারেননি আরেক ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
পরীক্ষার পর শনিবারই এক বিবৃতিতে ফাতির বাম হাঁটুর চোটের বিষয়টি জানিয়েছে। বাঁ পায়ের অভ্যন্তরীণ মিনিসকাস ছিঁড়ে গেছে তার। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি তারা। তবে এর আগে যারা এ ধরণের চোটে পড়েছিলেন, তাদের অন্তত তিন-চার সপ্তাহ সময় লেগেছে। অস্ত্রোপচারও লেগেছে অনেকের। তাদের সেরে উঠতে আড়াই-তিন মাসও লেগে গেছে। তবে বার্সা কর্তৃপক্ষ আশা করছে অস্ত্রোপচার লাগবে না ফাতির।
অভিষেকের পর থেকেই ঝলক দেখিয়ে চলেছেন ফাতি। গত মৌসুমে নিয়মিত না হলেও নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে নিয়মিত খেলছিলেন তিনি। এরমধ্যেই ১০টি ম্যাচ খেলেছেন, যার ৭টি লা লিগায় ও ৩টি চ্যাম্পিয়ন্স লিগে। ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি।
উল্লেখ্য, স্পেন জাতীয় দলের হয়ে আগামী বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ফাতির। এরপর শনিবার উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং আগামী ১৭ নভেম্বর জার্মানির বিপক্ষে খেলবে স্পেন। আর আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২১ নভেম্বর অ্যাতলেতিকো মাদ্রিদের মোকাবেলা করবে বার্সেলোনা।
Comments