‘আসুন আমরা একে অপরকে সুযোগ দিই’ ট্রাম্প সমর্থকদের বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম ভাষণে জো বাইডেন জানান গভীরভাবে বিভক্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ‘সারিয়ে তোলা’র সময় হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে উৎসবমুখর সমর্থকদের সামনে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছেন। তারা আমাদের একটি সুস্পষ্ট বিজয় এনে দিয়েছেন।’
তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের হতাশা বুঝতে পারছি। আমি নিজে কয়েকবার হেরেছি। কিন্তু এখন, আসুন আমরা একে অপরকে সুযোগ দেই। এখন আমাদের কঠোর বাকবিতণ্ডা না করে, একে অপরের দিকে তাকানোর সময়, একে অপরের কথা শোনার সময়।’
‘এখন আমেরিকাকে সারিয়ে তোলার সময়।’
এসময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, করোনা মহামারি ঠেকানোর জন্য কাজ করবেন তিনি। এছাড়াও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি পুনর্নির্মাণ, মার্কিন পরিবারগুলোর জন্য স্বাস্থ্যসেবা সুরক্ষিতকরণ এবং বর্ণবাদ নির্মূলের জন্য কাজ করার কথা জানিয়েছেন বাইডেন।
তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রচারণার সবচেয়ে খারাপ সময়েও আফ্রিকান আমেরিকান সম্প্রদায় তার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘তারা সবসময় আমার পাশে থাকেন, আমিও তাদেরকে পাশে রাখবো।’
ভোটের মাঠে তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে শনিবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়।
রোববার সমাবেশে বাইডেনকে পরিচয় করিয়ে দিয়েছেন নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
হ্যারিস বলেন, ‘জো’র সৎ চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ হলো, তিনি তার দেশের একটি অন্যতম বাধা ভেঙে দেওয়ার মতো সাহস করেছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে বেছে নেওয়ার মতো সাহস করেছেন।’
Comments