আই লিগ মাতাবেন জামাল, বললেন নেপাল গোলরক্ষক
নেপালের গোলরক্ষক কিরণ চেমজং লিম্বু মনে করেন, ভারতের আই লিগ মাতাবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব আসরের অন্যতম সেরা দল মিনার্ভা পাঞ্জাবে গত মৌসুম থেকে খেলছেন চেমজং। দেশটির ঘরোয়া ফুটবল সম্পর্কে ভালোই জানাশোনা রয়েছে তার। জাতীয় দলের জার্সিতে জামালের বিপক্ষেও বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতা পেয়েছেন তিনি।
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার পর রবিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে নেপাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন সেশন শেষে ৬ ফুট ২ উচ্চতার এই গোলরক্ষক গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি, জামাল আই লিগ মাতাবেন।’
পাঁচ মাসের জন্য জামাল যোগ দিয়েছেন কলকাতা মোহামেডানে। চলতি মাস থেকে আগামী এপ্রিল পর্যন্ত ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলবেন তিনি। এরপর দেশে ফিরে আবার সাইফ স্পোর্টিংয়ে যুক্ত হবেন এই হোল্ডিং মিডফিল্ডার।
এক দশকেরও বেশি সময় ধরে নেপালের গোলপোস্ট পাহারা দিয়ে যাচ্ছেন চেমজং। দক্ষতার প্রমাণ দিয়ে তিনি পেয়েছেন দলনেতার আর্মব্যান্ড। দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার বাংলাদেশের বিপক্ষে জয়োৎসব করার স্বাদ নেওয়াও হয়েছে তার।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে সমীহ করার কথা জানান তিনি, ‘আপনি যদি বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন, বাংলাদেশের এই দলটি অনেক পরিণত।’
আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। খেলাগুলোর ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এরপর ভারতে উড়ে যাবেন চেমজং ও জামাল।
Comments