নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে মামলা করেন।
গ্রেপ্তারকৃত শিক্ষক মিনহাজুর রহমান (২৭)। তার বাড়ি সিলেটের কোনাগ্রামে।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি ৮ মাস ধরে একটি মাদ্রাসার ছাত্রাবাসে থেকে পড়ালেখা করছিল। গত ২ অক্টোবর মাদ্রাসার আবাসিক শিক্ষক মিনহাজ শিশুটিকে ধর্ষণ করে এবং হুমকি দেয় কাউকে না জানাতে। শিশুটি তার পরিবারকে জানালে ৭ অক্টোবর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরো বলেন, ‘মামলার পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments