কক্সবাজারের সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মরদেহ উদ্ধার
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বিটের কালাপাড়া সংরক্ষিত বন এলাকা থেকে গুলিবিদ্ধ একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুর ২টার দিকে মাটিতে পুতে রাখা অবস্থায় হাতিটির মরদেহ উদ্ধার করেন বনকর্মীরা। আজ রোববার বিকালে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
হাতিটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার ধানক্ষেত মালিকেরা হাতিটিকে গুলি করে হত্যার পর মাটিতে পুতে রাখে।
এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জের বন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু জাকারিয়া জানান, খবর পেয়ে তারা শনিবার ঘটনাস্থলে যান। দুর্গম এলাকা হওয়ায় ওই দিনই পশু চিকিৎসককে ঘটনাস্থলে নেওয়া সম্ভব হয়নি। আজ রোববার মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করে পুনরায় সেটিকে মাটির গর্তে পুঁতে ফেলা হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যারা হাতিটি হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments