সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালককে বদলির সমালোচনা, উপপরিচালককে শোকজ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার বদলি আদেশের জন্য সমালোচনা করায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
suhrawardi_hospital_0.jpg
ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার বদলি আদেশের জন্য সমালোচনা করায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় গত মঙ্গলবার ডা. উত্তম কুমার বড়ুয়াকে বদলি করে হাসপাতালের উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে তার স্থলাভিষিক্ত করা হয়।

আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরে জারি করা এই শোকজে বলা হয়েছে, ডা. কে এম মামুন মোর্শেদ হাসপাতালের সাবেক পরিচালকের (ভারপ্রাপ্ত) বদলি আদেশের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। ওই মতবিনিময় সভায় সরকারি আদেশের সমালোচনা ও বিষোদগার করা হয়, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯–এর পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩ (বি) বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় আপনার এমন কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

Comments

The Daily Star  | English

COP28 opens with tributes to Saleemul Huq

The opening session of COP28 yesterday started with an outpouring of remembrance and respect for Saleemul Huq and Pete Betts, two climate activists who passed away in October

42m ago