যাত্রী সংকটে বিমানের ঢাকা-কলকাতা ফ্লাইট স্থগিত
যাত্রী সংকটের মুখে ঢাকা-কলকাতা রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে বাংলাদেশ বিমান। মহামারিতে দীর্ঘ কয়েক মাস বন্ধের পর নতুন করে ফ্লাইট চালুর এক সপ্তাহ পরই আবার তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।
বিমানের এক কর্মকর্তা আজ জানান, যাত্রীর অভাব, ভারতীয় হাইকমিশন থেকে যাত্রীদের কম ভিসা দেওয়া, যাত্রীদের জন্য বিভিন্ন বিধি-নিষেধ আরোপের কারণে ফ্লাইট স্থগিত হয়েছে। ১২ নভেম্বর থেকে এই রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল করবে না।
তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালিয়ে যাবে বলে জানান তিনি।
Comments