আনন্দধারা

বলিউডে মাদককাণ্ড: এবার অর্জুন রামপালকে সমন

বলিউডের মাদককাণ্ডে এবার অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ সোমবার সকালে এই অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবির কর্মকর্তারা। পরে দুপুরে এই বলি অভিনেতাকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
অর্জুন রামপাল। ছবি: সংগৃহীত

বলিউডের মাদককাণ্ডে এবার অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ সোমবার সকালে এই অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবির কর্মকর্তারা। পরে দুপুরে এই বলি অভিনেতাকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়। তদন্তকারী সংস্থার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ১১ নভেম্বর অর্জুন রামপালকে হাজিরা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, অর্জুন রামপালের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালিয়েছে এনসিবি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় সংস্থাটি তদন্ত শুরুর পর থেকে একের পর এক বলিউড তারকাদের নাম জড়িয়েছে। গত মাসে অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়েদসের ভাই আজিসিয়ালস দেমেত্রিয়েদসকে আটক করে এনসিবি। এ সময় তার কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ হাশিশ ও অ্যালপ্রাজোলাম ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক বলিউডের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সাইদের শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে প্রযোজককেও।

গতকাল সকালে মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালান এনসিবির গোয়েন্দারা। ফিরোজ ও শাবানার জুহুর বাড়িতেও গিয়েছিলেন তারা। সেখান থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়। কয়েকদিন আগে আটক এক মাদককারবারির কাছ থেকেই এগুলো শাবানা কিনেছিলেন বলে জানতে পেরেছে এনসিবি।

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

After the ground underneath shakes and citizens’ panic eventually wanes a little, they want to know the facts about the jolt. But the facts the government deliver, albeit rather late, are prepared by a weatherman, not a seismologist or a geologist.

8h ago