বরগুনায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
বরগুনার আমতলীতে ৫ম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাতে অভিযুক্ত রুবেল খলিফা (২৮) ও রাশিদা বেগম (৪৫) কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম হাওলাদার।
তিনি জানান, আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার নথি থেকে জানা যায়, গতকাল বিকেলে ওই স্কুল শিক্ষার্থীকে নিজের বাড়িতে নিয়ে যান রাশিদা বেগম। সেখানে পাশের গ্রামের রুবেল খলিফা ধর্ষণ করে কিশোরীকে। রাতে স্কুল শিক্ষার্থীর দাদী বাদি হয়ে থানায় রাশিদা-রুবেলের নামে মামলা করলে রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
Comments