দুর্নীতির দায়ে বরিশালের সাবেক মেয়র কামালের ৭ বছরের কারাদণ্ড

দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের দায়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কামাল এবং আরেক আসামি জাকির হোসেনকে এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে আজ আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের দায়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও কামাল এবং আরেক আসামি জাকির হোসেনকে এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এই রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হচ্ছেন- বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী খান মুহাম্মদ নুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার ও নগরীর কালিবাড়ী রোড এলাকার জাকির হোসেন।

তাদের বিরুদ্ধে ২০০০ সালের ১১ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা আবদুল বাছেত। 

অভিযোগে তিনি বলেন, ঘটনার সময় আসামিরা বরিশাল পৌরসভার দায়িত্বে ছিলেন। আহসান হাবিব কামাল পৌর চেয়ারম্যান ও অন্যান্যরা পৌরসভায় কর্মরত অবস্থায় ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত পরস্পর যোগসাজশে পৌর এলাকার টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের নামে ভুয়া জাল প্যাড তৈরি করে, ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ দেখিয়ে প্রতারণা ও জালিয়াতি করে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চলতি হিসাব খুলে টেলিফোন সংস্থার দেয়া ৩৯ লাখ ৫০ হাজার টাকা ৪ টি চেকের মাধ্যমে উত্তোলন করেন। এর মধ্যে ১১ লাখ ৯৯ হাজার টাকার রাস্তা মেরামত দেখিয়ে বাকি ২৭ লাখ ৬০ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন। 

দুদক তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। ২০১১ সালের ১৯ জুলাই দুদকের সহকারী পরিচালক এম এইচ  রহমতউল্লাহ চার্জশিট দেন। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আজ এই রায় দেন।

আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

10h ago